সিংড়া শালবনের মোট আয়তন ৩৫৫ হেক্টর। চারটি মৌজায় এ শালবনটি বনভূমি বিস্তার। মৌজা চারটি হলো ৮নং ভোগনগর ইউনিয়নের ডালা গ্রাম, চাউলিয়া, সিংড়া ও নর্তডাংগী। ১৯৭৪, ১৯৮৫ এবং ২০০৪ সালের মৌজা অনুযায়ী বনটিকে সংরক্ষিত বনাঞ্চল (Reerded Forest) হিসেবে ঘোষিত হয়। এর আগে ১৯৫৬ সাল থেকে এটি (Vested Forest) ছিল বলে জানা যায়।২০১০ সালের অক্টোবর মাসে বনটির ৩০৫.৬৯ হেক্টর এলাকা “ সংরক্ষিত এলাকা” National Park হিসেবে ঘোষণা করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS