Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
সরকারি জলমহাল বন্দোবস্ত/ইজারা বিজ্ঞপ্তি (১৪৩০-১৪৩২ বাংলা সনের জন্য)
Details

সরকারি জলমহাল বন্দোবস্ত/ইজারা বিজ্ঞপ্তি

 

এতদ্বারা প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতি ও মৎস্যজীবী সংগঠনের অবগতির জন্য জানানো যোচ্ছে যে, দিনাজপুর জেলাধীন বীরগঞ্জ উপজেলার ব্যবস্থাপনাধীন ৩১টি খাস পুকুর/ জলমহালসমূহ সরকারী জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা ২০০৯ মোতাবেক ১৪৩০-১৪৩২ বাংলা সন পর্যন্ত ০৩(তিন) বছর মেয়াদে ইজারা প্রদানের নিমিত্ত নিবন্ধনকৃত প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতি ও মৎস্যজীবী সংগঠনের অনুকূলে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে ইজারার আবেদন দাখিলের জন্য আহবান করা যাচ্ছে। অনলাইনে আবেদন দাখিল সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী নিবন্ধিত মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি/সম্পাদককে মন্ত্রণালয়ের ওয়েব সাইট land.gov.bd অথবা jm.lams.gov.bd লিংকে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ২০/০১/২০২৩ খ্রি. (০৬ মাঘ) তারিখ হতে ০৮/০২/২০২৩খ্রি. (২৫ মাঘ) তারিখের মধ্যে অনলাইনে আবেদন দাখিলের জন্য আহবান করা যাচ্ছে। আবেদন দাখিলের পর ০৯/০২/২০২৩খ্রি. (২৬ মাঘ) তারিখ হতে ১৩/০২/২০২৩খ্রি. (৩০ মাঘ) তারিখের মধ্যে অনলাইনে দাখিলকৃত আবেদনের প্রিন্টেড কপি ও উপজেলা নির্বাহী অফিসার, বীরগঞ্জ এর অনুকূলে সিডিউল মূল্য বাবদ অফেরতযোগ্য ৫০০/- (পাঁচশত) টাকা এবং জামানত বাবদ ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মূলকপি (সোনালী ব্যাংক লিঃ বীরগঞ্জ শাখা কর্তৃক) সীলগালা (মুখবন্ধ) খামে উপজেলা নির্বাহী অফিসার, বীরগঞ্জ, দিনাজপুর বরাবর দাখিল করতে হবে। সীলগালাকৃত উল্লিখিত খামের উপরিভাগে “জলমহাল ইজারা প্রাপ্তির জন্য আবেদন” কথাগুলো স্পষ্টভাবে লিখতে হবে এবং খামের বাম পার্শ্বে নিম্নভাগে সমিতির নাম ও ঠিকানা লিখিত থাকতে হবে। নির্ধারিত তারিখের পূর্বে অথবা পরে কোন আবেদন করা যাবে না। ১৯/০২/২০২৩ খ্রিঃ (০৬ ফাল্গুন) তারিখের মধ্যে অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ এবং দাখিলকৃত প্রিন্টেড কপি যাচাই-বাছাই এবং ২৮/০২/২০২৩ খ্রিঃ (১৫ ফাল্গুন) তারিখের মধ্যে উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থাপন ও অনুমোদন করা হবে। যে কোন আবেদন গ্রহণ/ বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবেন। বিস্তারিত তথ্য অফিস চলাকালীন সময় উপজেলা ভূমি অফিস ও নিম্নস্বাক্ষরকারীর অফিস হতে জানা যাবে।

 

বিস্তারিত জানার জন্য সংযুক্ত ফাইলটি দেখার জন্য অনুরোধ করা হলো।

Publish Date
17/01/2023
Archieve Date
28/02/2023