Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সিংড়া শালবন জাতীয় উদ্যান
স্থান
সিংড়া শালবন বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নে অবস্থিত।
কিভাবে যাওয়া যায়
সিংড়া শালবন বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নে অবস্থিত। বনটি ঠাকুরগাও রেঞ্জ এবং দিনাজপুর বন বিভাগের অধীন। বীরগঞ্জ উপজেলা থেকে আনুমানিক ১৫ কিলোমিটার এবং দিনাজপুর জেলা হেড কোয়ার্টার থেকে ৪৫ কি:মি: (উত্তর পশ্চিম) দূরে বনটি অবস্থিত। দিনাজপুর ঠকুরগাও মহাসড়কের ২৫ মাইল নামক স্থান থেকে একটু সামনে দক্ষিণ দিকে ১ কি:মি: ভিতরে এ বনের বিস্তৃতি।
বিস্তারিত

সিংড়া শালবনের মোট আয়তন ৩৫৫ হেক্টর। চারটি মৌজায় এ শালবনটি বনভূমি বিস্তার। মৌজা চারটি হলো ৮নং ভোগনগর ইউনিয়নের ডালা গ্রাম, চাউলিয়া, সিংড়া ও নর্তডাংগী। ১৯৭৪, ১৯৮৫ এবং ২০০৪ সালের মৌজা অনুযায়ী বনটিকে সংরক্ষিত বনাঞ্চল (Reerded Forest) হিসেবে ঘোষিত হয়। এর আগে ১৯৫৬ সাল থেকে এটি (Vested Forest) ছিল বলে জানা যায়।২০১০ সালের অক্টোবর মাসে বনটির ৩০৫.৬৯ হেক্টর এলাকা ‌“ সংরক্ষিত এলাকা”  National Park হিসেবে ঘোষণা করা হয়েছে।