Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
সিংড়া ফরেস্ট
বিস্তারিত

বীরগঞ্জ উপজেলার অন্যতম আকর্ষণীয় স্থান হল সিংড়া শালবন। এটি বীরগঞ্জ উপজেলা থেকে ১৫ কিঃমিঃ দূরে ভোগনগর ইউনিয়নে অবস্থিত। ডালাগ্রাম, চাউলিয়া, সিংড়া ও নর্তনদী এ ৪টি মৌজায় সিংড়া বনাঞ্চল বিসত্মৃত। বনভূমির মোট আয়তন ৩৫৫ হেক্টর এবং এর মধ্যে জাতীয় উদ্যানের পরিমাণ (সংরক্ষণ) ৩০৫.৬৯ হেক্টর। সিংড়া বনাঞ্চলে রয়েছে একটি শোভনীয় পিকনিক স্পট। প্রতি বছর এখানে প্রচুর সংখ্যক পিকনিক পার্টি ও দর্শনার্থীর আগমন ঘটে। সিংড়া শালবনের জীব বৈচিত্র্য সংরক্ষণে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে একটি সহ-ব্যবস্থাপনা কাউন্সিল গঠন করার প্রক্রিয়া চলছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম গত ২৮ এপ্রিল ২০১১ তারিখ সিংড়া শালবন পরিদর্শন করেন।