বীরগঞ্জ উপজেলা পোর্টাল প্রস্তুতের খবর বীরগঞ্জবাসীর জন্য একরাশ অনাবিল আনন্দ ও সুখানুভূতির সৃষ্টি করেছে। এ উদ্যোগের মাধ্যমে উপজেলাবাসী প্রযুক্তির অপার সম্ভাবনার উপকারভোগী হিসেবে অংশীদার হল। তারা এখন তাদের উপজেলাকে একনজরে মুহুর্তেই দেখতে সক্ষম হবে। একইসঙ্গে সরাসরি বিভিন্ন সেবা গ্রহণ করার জন্য বিভিন্ন দপ্তরে সহজেই তাদের প্রবেশাধিকার নিশ্চিত করতে সক্ষম হবে এবং দ্রুত সেবা গ্রহণ করতে পারবে। এছাড়া এ পোর্টাল জ্ঞান আহরণের অফুরস্ত সুযোগও সৃষ্টি করেছে। জ্ঞান-পিপাসুরা নিমিষেই যে কোন তথ্য হাতের মুঠোয় কজ্বা করতে সাফল্যমন্ডিত হবে। এ পোটার্লের সুবাদে সরকারের বিভিন্ন দফতর ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের বিভিন্ন কাযক্রম ও সেবা সম্পর্কে অবহিত হতে পারবে। এ পোর্টালের তৈরির ফলে স্থানীয় সর্ব স্থরের জনগন মেধা-মননের বিকাশ, প্রযুক্তির ব্যবহারের সুযোগ, কর্মসংস্থানের সুযোগ , শিক্ষা, জ্ঞান বিজ্ঞা্ন চর্চার সুযোগ পাবে। এ পোটার্লের সুবিধা যাতে সকলে গ্রহণ করে এবং এ উদ্যোগ সাফল্যমন্ডিত হয়-সে প্রত্যাশা করি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস