ঐতিহাসিক বীরগঞ্জ শালবন জাতীয় উদ্যাণ আজ বীরগঞ্জ উপজেলার প্রাণ কেন্দ্র। ইহা দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় দিনাজপুর-ঠাকুরগাও হাইওয়ের হাতের ডান পার্শ্বে বীরগঞ্জ পৌরসভায় অবস্থিত। এখানে বিভিন্ন প্রজাতির বৃক্ষ যেমন- শাল, বেত, বাশ, শিমুল, শিশু, সোনালূ দেখতে পাওয়া যায়। তবে শাল ই হচ্ছে এখানকার মূল বৃক্ষ। এই শালবনের ধার ঘেষে ঢেপা নামক একটি নদী বয়ে গেছে। এই বাগানে বিভিন্ন প্রজাতির পাখি, সাপ, স্বরীসৃপ ইত্যাদির অভয়ারন্ন। তাই বীরগঞ্জ উপজেলার বীরগঞ্জ পৌরসভার অর্ন্তগত এই শালবনটি আজ জাতীয় উদ্যানে রুপ লাভ করেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস