Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শণীয় স্থান

অবস্থান

বণর্না

সিংড়া শালবন

 

সিংড়া শালবন

 

 

 

সিংড়া শালবন বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নে অবস্থিত। বনটি ঠাকুরগাও রেঞ্জ এবং দিনাজপুর বন বিভাগের অধীন। বীরগঞ্জ উপজেলা থেকে আনুমানিক ১৫ কিলোমিটার এবং দিনাজপুর জেলা হেড কোয়ার্টার থেকে ৪৫ কি:মি: (উত্তর পশ্চিম) দূরে বনটি অবস্থিত। দিনাজপুর ঠকুরগাও মহাসড়কের ২৫ মাইল নামক স্থান থেকে একটু সামনে দক্ষিণ দিকে ১ কি:মি: ভিতরে এ বনের বিস্তৃতি।

সিংড়া শালবনের মোট আয়তন ৩৫৫ হেক্টর। চারটি মৌজায় এ শালবনটি বনভূমি বিস্তার। মৌজা চারটি হলো ৮নং ভোগনগর ইউনিয়নের ডালা গ্রাম, চাউলিয়া, সিংড়া ও নর্তডাংগী। ১৯৭৪, ১৯৮৫ এবং ২০০৪ সালের মৌজা অনুযায়ী বনটিকে সংরক্ষিত বনাঞ্চল (Reerded Forest) হিসেবে ঘোষিত হয়। এর আগে ১৯৫৬ সাল থেকে এটি (Vested Forest) ছিল বলে জানা যায়। ২০১০ সালের অক্টোবর মাসে বনটির ৩০৫.৬৯ হেক্টর এলাকা ‌“ সংরক্ষিত এলাকা”  National Park হিসেবে ঘোষণা করা হয়েছে।

 

উপজেলা পরিষদ চত্ত্বর

 

 

উপজেলা পরিষদ চত্ত্বর

 

 

বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বর অত্যন্ত আর্কষনীয় একটি স্থান। মূল গেট, শহীদ মিনার, বটতলা, বটতলা ও শহীদ মিনারের পার্শ্বে ফ্লাওয়ার রিং, ঈদগাহ মাঠ, অফিসার্স ক্লাব যে কাউকে সহজে আকৃষ্ট করে। বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাম আখতারুল ইসলাম চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: জাহিদুল ইসলাম উপজেলা পরিষদ ক্যাম্পাসকে আকর্ষণীয় ও দর্শণীয় করে তুলতে নানা মুখী পদক্ষেপ গ্রহণ করেছেন।

পজেলা মসজিদ

 

 

উপজেলা মসজিদ

 

 

বীরগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদটি বীরগঞ্জের একটি অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। দ্বিতলা বিশিষ্ট এ মসজিদে রয়েছে একটি সুদৃশ্য মিনার।

শিশু পার্ক

 

বীরগঞ্জ উপজেলা শিশু পার্ক

 

 

 

বীরগঞ্জ উপজেলা শিশু পার্কটি উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভিতর অবস্থিত। এখানে রয়েছে একটি সুবিশাল হাতির প্রতিকৃতি। যা সহজেই শিশুদের আকৃষ্ট করে। শিশুদের রকমারি বিনোদনের ব্যবস্থা থাকায় প্রতিদিন এখানে প্রচুর দর্শকের আগমন ঘটে। প্রাত্তন উপজেলা নির্বাহী অফিসার জনাব এ এস এম আশরাফুজ্জামান পার্কটি প্রতিষ্ঠা করেন। বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাম আখতারুল ইসলাম চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: জাহিদুল ইসলাম শিশু পার্কটির আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।

স্লুইচগেট

 

বীরগঞ্জ স্লুইচগেট

 

 

 

বীরগঞ্জ উপজেলার অন্যতম দর্শণীয় স্থান হলো বীরগঞ্জ স্লুইচগেট উপজেলা সদর হতে মাত্র ১/২ কি:মি: দূরে স্লুইচগেটটির অবস্থান। ঢেপা নদীর উপর অবস্থিত স্লুইচগেটটি বর্ষা কালে মনোরম ও নান্দনিক সৌন্দর্যের সৃষ্টি করে। এ সময় প্রচুর দর্শনার্থীর আগমণ ঘটে। স্লুইচগেটির পার্শ্বে গাছগাছালি বেষ্টিত উন্মুক্ত স্থান থাকায় পর্যটকদের সহজেই আকৃষ্ট করে।