Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
স্লুইচগেট
বিস্তারিত

ঢেপা নদী মৎস্য অভয়াশ্রম ও ফিশ পার্ক প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট অনবদ্য কর্মের এক অপূর্ব মেল বন্ধন।

পঞ্চগড় দিনাজপুর হাইওয়ের উপর ৫ নং সুজালপুর ইউনিয়ন ও বীরগঞ্জ পৌরসভা এলাকায় এটি অবস্থিত। বীরগঞ্জ উপজেলা পরিষদ হতে ১ কি: মি: পূর্বে আত্রাই নদীর একটি শাখা ঢেপা নদী ছোট ঢেপা নদীর সাথে মিলিত হয়ে, কান্তজিউ মন্দিরের পাশ ঘেঁষে প্রবাহিত হচ্ছে। ঢেপা নদী থেকে সৃষ্ট বন্যায় এক সময় আশপাশের এলাকার মানুষ প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হত। কিন্তু ১৯৯৬ সালে এর উপরে স্পিলওয়ে কাম স্লুইচগেট নির্মাণে বর্তমানে ঢেপা নদী আশেপাশের এলাকাকে কৃষিজ উৎপাদন ও মৎস্য প্রজনন ক্ষেত্রের এক অনন্য চারণ ভূমিতে পরিণত করেছে। স্লুইচগেট সংলগ্ন মৎস্য অভয়াশ্রম দর্শনার্থীদের দান করে এক ভিন্ন মাত্রার আনন্দ অনুভুতি এবং পশ্চিম তীরে বিদ্যমান সবুজ শ্যামল মেহগনি বাগান ক্লান্ত পথিককে শীতল স্নেহের কমল পরশে জুড়িয়ে দেয়। বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে ঢেপা নদীর স্লুইচগেটকে ঘিরে মৎস্য অভয়াশ্রম তৈরি করা হয়েছে। মৎস্য অভয়াশ্রম সংলগ্ন মাকড়াই অংশে ফিশ পার্ক স্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে। যেখানে ইতোমধ্যে সরকারী অর্থে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ভবিষ্যতে এই ফিশ পার্কে দেখা মিলবে অনেক বড় বড় মাছের।  নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে বর্শি দিয়ে মাছ ধরার সুযোগ পাওয়া যাবে। এছাড়া বিনোদনের জন্য থাকবে বোট ও বিভিন্ন ধরণের রাইড।