Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বীরগঞ্জ পৌরসভা

বীরগঞ্জ পৌরসভা

 

 

 

পৌরসভার নাম ঃ

 

বীরগঞ্জ পৌরসভা কার্যালয়

স্থাপিতঃ

 

১৫জুন,২০০২খ্রিঃ

আয়তন

৬.৩০  বর্গ কিঃমিঃ

শ্রেণীঃ

 

‘খ’ শ্রেণী

ওয়ার্ড সংখ্যা ঃ

০৯টি

উপজেলাঃ

 

বীরগঞ্জ

জনসংখ্যাঃ

২০,৭৮০জন

জেলাঃ

 

দিনাজপুর

 

 

বিভাগঃ

 

রংপুর

 

 


পৌরসভার সাথে যোগাযোগের মাধ্যম

 

ঠিকানাঃ

 

মহল্লা-কোঙ্গরপুর, ওয়ার্ড নং-০২, ডাকঃ + উপজেলা-বীরগঞ্জ, জেলা- দিনাজপুর

টেলিফোন নম্বরঃ

 

০৫৩২৩-৭২৫৬৪

ফ্যাক্স নম্বরঃ

 

০৫৩২৩-৭২৫৬৪

মোবাইল নম্বরঃ

 

     ০১৭৩৫৯৬০৬৫৫

ই-মেইল নম্বরঃ

 

mayorbirgonjpoura@gmail.com

ওয়েব সাইট ঠিকানা (যদি থাকে)ঃ

 

 

 

 

বীরগঞ্জ পৌরসভা সৃষ্টির পটভূমি/ইতিকথাঃ

 

দিনাজপুর জেলার উত্তরে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক সংলগ্ন বীরগঞ্জ উপজেলা ১১(এগার)টি ইউনিয়ন নিয়ে গঠিত একটি বড় উপজেলা। এ উপজেলা সদরের ০৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদের ০৪টি মৌজার আংশিক এলাকা ৬.৩০বর্গ কি.মি. আয়তনে তৎকালিন মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক আব্দুল্লাহ -আল -কাফী মহোদয়ের পৃষ্টপোষকতায় এবং বীরগঞ্জের গণ্যমান্য ব্যক্তি ও সূধিজনের সার্বিক সহযোগিতায় ১৫জুন,২০০২খ্রিঃ তারিখে বীরগঞ্জ পৌরসভা স্থাপিত হয় এবং ইহার পদযাত্রা । 

 

                                                      পৌরসভার কার্যক্রমঃ

 

জনাব এস এম আশরাফুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, বীরগঞ্জ, দিনাজপুর বীরগঞ্জ পৌরসভার প্রথম পৌর প্রশাসক হিসেবে গত ২৩/০৬/২০০২ইং তারিখে দায়িত্ব গ্রহন করেন এবং তাঁকে সহযোগিতা করার জন্য ০৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদ এর ৪জন সদস্যকে নিয়োজিত করেন। তিনি ৩১/১২/২০০২ইং তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন। অতঃপর সরকারী সিদ্ধান্ত মোতাবেক জনাব মাওলানা মুঃ হানিফ গত ০১/০১/২০০৩খ্রিঃ পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেন। তিনি দায়িত্বভার গহনের পর গত ১৭/০৫/২০০৩ খ্রিঃ তারিখ প্রথম ০৮টি পদে ০৮জন কর্মচারী নিয়োগ প্রদান করে ০৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ০১টি রুমে অস্থায়ী ভাবে পৌরসভার কার্যালয় হিসেবে অফিসিয়াল কার্যক্রম আরম্ভ করেন। পরবর্তীতে অফিসিয়াল কাজকর্ম সম্পাদনে বিঘ্ন ঘটায় এবং জনগণ তাদের কাঙ্খিত সেবা হতে বঞ্চিত হওয়ার কারণে প্রশাসনিক প্রয়োজনে ০১/০৭/২০০৩খ্রিঃ তারিখে পৌরসভার ০৪নং ওয়ার্ডে জনাব মোঃ রুস্তম আলীর বাড়ী ভাড়া হিসেবে গ্রহন করতঃ অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করা হয়। পৌরসভার স্থায়ী রাজস্বের খাত সৃষ্টির লক্ষ্যে একমাত্র বীরগঞ্জ হাটটি সরকারী নীতিমালার আলোকে একুইজিশন করতঃ পৌরসভার নামে ক্রয় করা হয়। সরকারী অনুদানের পাশাপাশি স্থানীয় রাজস্ব তহবিলের অর্থ দ্বারা অসংখ্য কাঁচা পাকা রাস্তা-ঘাট, কালভার্ট ও ড্রেন নির্মাণ করা হয়। নাগরিক সেবা নিশ্চিত এর পাশাপাশি পৌরসভার সম্মানিত পৌরবাসী হোল্ডিং করসহ অন্যান্য পৌর কর নিয়মিতভাবে পরিশোধ করায় রাজস্ব আয় বৃদ্ধি পায় এবং পৌরসভার শ্রেণী উন্নীত করনের শর্ত পূরন হওয়ায় স্থানীয় সরকার বিভাগের সরকারী নীতিমালা অনুযায়ী ১১সেপ্টেম্বর’২০০৬খ্রিঃ তারিখে সরকার বীরগঞ্জ পৌরসভা’কে গ’শ্রেণীর পৌরসভা হতে খ’শ্রেণীতে উন্নীত করেন। এ সময়ে শতভাগ জন্ম নিবন্ধন ও স্যানিটেশন কার্যক্রম সম্পন্ন করা হয়।

পরবর্তীতে সরকারী সিদ্ধান্তের আলোকে ১৯নভেঃ,২০০৬খ্রিঃ তারিখে জনাব মাওলানা মুঃ হানিফ, প্রশাসকের দায়িত্ব জনাব মোঃ আঃ মান্নান, উপজেলা নির্বাহী অফিসার, বীরগঞ্জ, দিনাজপুর এর নিকট হস্তান্তর করেন এবং ৩০নভেঃ,২০০৬খ্রিঃ তারিখ হতে ৯মে,২০০৭খ্রিঃ তারিখ পর্যন্ত জনাব তুলশী রঞ্জন সাহা, উপজেলা নির্বাহী অফিসার, বীরগঞ্জ, দিনাজপুর পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেন ।

জনাব মোঃ হাসান মারুফ, উপজেলা নির্বাহী অফিসার, বীরগঞ্জ, দিনাজপুর ৯মে,২০০৭খ্রিঃ তারিখ হতে ১৪ফেব্রুয়ারী,২০১১খ্রিঃ তারিখ পর্যন্ত পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেন। তাঁর দায়িত্ব কালীন সময়ে পৌরসভার উল্লেখ যোগ্য উন্নয়ন সাধিত হয়। এসব উন্নয়ন কার্যক্রমের মধ্যে পৌর ভবনের জমি ক্রয় ও পৌর ভবন নির্মাণ, পৌরসভার যানবাহনের মধ্যে সরকার হতে রোড রোলার ও গার্বেজ ট্রাক প্রাপ্তি এবং অনেক কাঁচা পাকা রাস্তা ঘাট ও পানি নিস্কাশনের ড্রেন নির্মাণ করা হয়। তিনি পৌরসভার মধ্যে অবস্থিত সরকারী, বে-সরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বে-সরকারী/ব্যক্তি মালিকানাধীন বসত বাড়ির তথ্য সংগ্রহ ও কর নির্ধারণ এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ০৬জন নিয়মিত কর্মচারী নিয়োগ প্রদান করেন। ইহা ছাড়া তিনি পৌর এলাকাকে পরিস্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার জন্য ঝাঁড়ুদার দ্বারা শহর পরিস্কারের ব্যবস্থা গ্রহন করেন।

গত ১২/০১/২০১১ইং তারিখে পৌরসভার আনুষ্ঠানিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে নতুন পৌর পরিষদ গঠিত হয় এবং বিগত ১৪/০২/২০১১ইং তারিখে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হাসান মারুফ বর্তমান পৌর মেয়র জনাব মোহাম্মদ হানিফ এর নিকট দায়িত্বভার হস্তান্তর করেন ও নতুন পৌর পরিষদের কার্যক্রম আরম্ভ হয়। বর্তমান পৌর পরিষদ এ অল্প সময়ের মধ্যে বেশ কিছু অত্যাবশ্যকীয় ও গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম সম্পাদনের পদক্ষেপ গ্রহন করেন। এ সব কার্যক্রমের মধ্যে পৌর এলাকার পানি নিস্কাশনের জন্য মাস্টার নির্মাণ( চলমান ), কাঁচা মাল আড়ৎ স্থাপন, সড়ক বাতির ব্যবস্থা করন( বাস্তবায়নাধীন ) ও বেশ কিছু ছোট ছোট রাস্তা-ঘাট নির্মাণ, কাঁচা মাল আড়ৎ ব্যবসায়ীদের দোকান ঘর/সেড নির্মাণ, কালভার্ট নির্মাণ, গণ-শৌচাগার নির্মাণ  এবং রাজস্ব ও উন্নয়ন খাতের অর্থ মাস্টার ড্রেন/প্রাথমিক ড্রেন নির্মাণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

 

                           জনসংখ্যা বিষয়ক তথ্যঃ

 

বিবরণ

আদমশুমারী

২০১১*

অনুমিত

মমত্মব্য

জনসংখ্যা

 

১৯৯১

২০০১

২০১১

সদাশয় সরকার কর্তৃক প্রকাশিত

 

পুরুষ

-

৬,৭৪০

৯,৯৪৯

সদাশয় সরকার কর্তৃক প্রকাশিত

 

মহিলা

-

৬,০৮২

৯,৫১৮

সদাশয় সরকার কর্তৃক প্রকাশিত

 

মোট

-

১২,৮২২

১৯,৪৬৭

সদাশয় সরকার কর্তৃক প্রকাশিত

 

খানার সংখ্যা (HH)

 

-

২,৮৫৮

৪,৫৩৫

 

 

মোট জনসংখ্যা

 

-

১২,৮২২

১৯,৪৬৭

 

 

খানvর আকার

 

-

প্রায় ৫জন

প্রায় ৪.২৯জন

 

 

জনসংখ্যার ঘনত্ব         (প্রতি বর্গ কিঃ মিঃ)

 

-

২,০৩৫.২৩

৩,০৯০

 

 

শিক্ষার হার (%)

 

-

৬২%

৬৯%

 

 

 

(* ২০১১ সালের আদমশুমারীর তথ্য পাওয়া না গেলে অনুমিত তথ্য প্রদান করতে হবে)